সকল ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে শাংহাই সহযোগিতা সংস্থা: চীনা মুখপাত্র
2022-07-26 19:13:57

জুলাই ২৬: শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২৮ ও ২৯ জুলাই উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত হবে। 

 

এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান জানিয়েছেন, চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অন্য সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি, শাংহাই সহযোগিতা সংস্থার বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাসহ নানা বিষয়ে মতবিনিময় করবেন। তাছাড়া, তিনি পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলতি বছরের শাংহাই সহযোগিতা সংস্থার সমরকন্দ শীর্ষসম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলবেন।

 

চাও লি চিয়ান বলেন, চলতি বছর শাংহাই সহযোগিতা সংস্থার সনদ স্বাক্ষরের ২০তম বার্ষিকী এবং সংস্থাটির সদস্য দেশসমূহের সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরের ১৫তম বার্ষিকী। সেসব গুরুত্বপূর্ণ দলিল অনুযায়ী, শাংহাই সহযোগিতা সংস্থা দৃঢ়ভাবে শাংহাই চেতনায় বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে একটি নতুন আঞ্চলিক সংস্থার সফল পথ উন্মোচন করেছে, যা নতুন ধরণের আন্তর্জাতিক সম্পর্ক ও মানব জাতির অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 

এবারের সম্মেলন নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে চাও লি চিয়ান বলেন,  ‘বর্তমানে শত বছরের অদেখা পরিবর্তন ও মহামারির সংমিশ্রণী পরিস্থিতি এবং স্নায়ুযুদ্ধ ও আধিপত্যবাদী মাথা উঠে দাঁড়ানোর প্রেক্ষাপটে বিশ্ব নতুন হাঙ্গামা ও বিপ্লবী সময়কালে প্রবেশ করেছে। চীন বিভিন্ন পক্ষের সঙ্গে সংহতি ও আস্থা জোরদার করে এবং গুণগতভাবে ‘এক অঞ্চল, এক পথ সহযোগিতা’ গভীরতর করার পাশাপাশি বিশ্ব উন্নয়ন প্রস্তাব ও বিশ্ব নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন এবং আরও ঘনিষ্ঠ শাংহাই সহযোগিতা সংস্থার অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট কমিউনিটি গঠন করবে। (রুবি/এনাম/শিশির)