গত ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাফল্য পেয়েছে চীন
2022-07-26 19:18:48

জুলাই ২৬: চীনের শিক্ষা মন্ত্রণালয় আজ (মঙ্গলবার) সকালে ‘শিক্ষার এক দশক’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে জানায়, চীনের কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় ২০১২ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় তার অধীনস্থ ৭৫টি উচ্চ বিদ্যালয়কে নির্দিষ্ট সহযোগিতার কাজে নিয়োগ করেছে। সেসব উচ্চ বিদ্যালয় সাফল্যের সঙ্গে দারিদ্র্য-বিমোচনের কাজ সম্পন্ন করেছে। ২০১৬ সাল থেকে ৩২টি উচ্চ বিদ্যালয় এবং ব্যক্তিত্ব জাতীয় দারিদ্র্য-মুক্তির স্বীকৃতি পেয়েছে।

 

জানা গেছে, গত দশ বছরে বেইজিং বিশ্ববিদ্যালয়ের ‘কোটি গ্রামীণ পুনরুজ্জীবনের নেতা লালন পরিকল্পনা’ এবং ‘ছিং হুয়া বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ পুনরুজ্জীবনের কর্মস্থল’ সহ নানা দৃষ্টান্তমূলক পদ্ধতি আবিষ্কার করা হয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)