দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটির বেশি মানুষ চীনে আসা-যাওয়া করে
2022-07-26 19:32:50

 

জুলাই ২৬: আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে মোট ৩ কোটি ২২ লাখ ৯৩ হাজার ব্যক্তি  দেশে আসা-যাওয়া করেছেন। তা গত প্রান্তিকের তুলনায় ৫.৬৪ শতাংশ বেশি।

 

এসময় ২২ লাখ ১৭ হাজার বার ট্রেন, জাহাজ ও বিমানসহ নানা পরিবহন দেশে প্রবেশ এবং প্রস্থান করেছে। এর মধ্যে মালবাহী জাহাজ, বিমান, ট্রেনের সংখ্যা ১ লাখ ১৯ হাজারটি। তা গত প্রান্তিকের তুলনায় ২.১৭ শতাংশ বেশি। আর ২০১৯ সালে করোনা মহামারির আগের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি।

 

এসময়ে সাধারণ পাসপোর্ট ইস্যু করা হয়েছে ২ লাখ ১৪ হাজারটি। তা গত প্রান্তিকের তুলনায় ৪১.৮ শতাংশ, আর হংকং, ম্যাকাও ও তাইওয়ান এন্ট্রি এবং প্রস্থান নথি ইস্যু করা হয়েছে ১০ লাখ ৬৩ হাজারটি। তা গত প্রান্তিকের তুলনায় ১৯.১ শতাংশ কম। চীনে বিদেশীদের ১ লাখ ৪০ হাজারটি  থাকার এবং বসবাসের পারমিট দেয়া হয়েছে। তা গত প্রান্তিকের তুলনায় ৪৯.৯ শতাংশ বেশি।  (শিশির/এনাম/রুবি)