‘নর্ড স্ট্রিম-১’ পাইপলাইনে টারবাইন সমস্যার কারণে গ্যাস পরিবহন অর্ধেক কমবে: গ্যাজপ্রম
2022-07-26 10:49:28

জুলাই ২৬: রাশিয়ার গ্যাজপ্রম গতকাল (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ‘নর্ড স্ট্রিম-১’ প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ‘পোর্টোভায়া’ কম্প্রেসার স্টেশনে আরেকটি টারবাইন ২৭ই জুলাই থেকে মেরামতের জন্য বন্ধ করতে হবে। এতে ‘নড স্ট্রিম-১’ পাইপলাইনে গ্যাস সরবরাহ অর্ধেক কমে যাবে।

বিবৃতিতে বলা হয়, প্রযুক্তিগত কারণে গ্যাজপ্রম ‘পোর্টোভায়া’ কম্প্রেসার স্টেশনের আরও একটি সিমেন্স গ্যাস টারবাইন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে, মস্কো সময় ২৭শে জুলাই সকাল ৭টা থেকে, ‘পোর্টোভায়া’ কম্প্রেসার স্টেশন থেকে দৈনিক গ্যাস সরবরাহ বর্তমানের ৬৭০ লাখ কিউবিক মিটার থেকে ৩৩০ লাখ কিউবিক মিটারে হ্রাস পাবে৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে এই মর্মে সতর্ক করে দিয়েছিলেন যে, গ্যাজপ্রম জুলাইয়ের শেষে মেরামতের জন্য আরেকটি নর্ড স্ট্রিম-১ টারবাইন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যদি পূর্বে মেরামতের জন্য কানাডায় পাঠানো টারবাইনগুলো সময়মতো ফেরত না-দেওয়া হয়, তাহলে "নর্ড স্ট্রিম-১"-এর গড় দৈনিক গ্যাস সরবরাহ কমতে থাকবে। (ইয়াং/আলিম/হাইমান)