সি-উইদোদো বৈঠক অনুষ্ঠিত
2022-07-26 20:25:45


জুলাই ২৬: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) বিকালে বেইজিংয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সাথে বৈঠক করেছেন। বৈঠকে দু’নেতা বন্ধুত্বপূর্ণ পরিবেশে দু’দেশের সম্পর্ক ও নানা বিষয়ে মত বিনিময় করেন এবং ধারাবাহিক গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছান। 


সি চিন পিং বলেন, ‘আপনি হচ্ছেন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর চীন সফরকারী প্রথম বিদেশি শীর্ষনেতা। তাতে দু’দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়ার মনোভাবের বহিঃপ্রকাশ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, আমাদের অভিন্ন দিকনির্দেশনায় দু’দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নয়ন হচ্ছে। তাতে অনেক প্রাণশক্তি দেখা গেছে। দ্বিপাক্ষিক কৌশলগত পারস্পরিক আস্থা দিন দিন মজবুত হচ্ছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও বৈশ্বিক একতা ও সহযোগিতা প্রমোট করার খাতে দায়িত্বগ্রহণের মনোভাব প্রদর্শিত হয়েছে’। 


তিনি আরও বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে, দু’দেশের সম্পর্ক উন্নয়ন শুধু দু’দেশের অভিন্ন দীর্ঘমেয়াদী স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণই নয়, বরং তার আঞ্চলিক ও বৈশ্বিক ইতিবাচক ভূমিকা ও প্রভাব রয়েছে। 


সি চিন পিং বলেন, চীন ও ইন্দোনেশিয়ার উন্নয়নের পর্যায়ের মধ্যে মিল রয়েছে। অভিন্ন স্বার্থের সাথেও সংযুক্ত রয়েছে দুই দেশ। চীন ও ইন্দোনেশিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা হচ্ছে দু’দেশের জনগণের অভিন্ন মনের কথা ও প্রত্যাশা। 


তিনি বলেন, ‘আমি খুব খুশি যে, দু’পক্ষ চীন ও ইন্দোনেশিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার এ বড় দিক নির্দিষ্ট করেছে। এর আলোকে ইন্দোনেশিয়ার সাথে একযোগে কৌশলগত আস্থা মজবুত করতে ইচ্ছুক চীন’। 


তিনি আরও বলেন, দু’পক্ষের উচিত ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগ-বিষয়ক উচ্চ গুণগত-মানের সহযোগিতা আরও উন্নত করা। 


প্রেসিডেন্ট সি আরও বলেন, দু’দেশের উচিত সত্যিকারের বহুপক্ষবাদ বাস্তবায়ন করা, বৈশ্বিক শাসনের জন্য প্রাচ্যের মেধা প্রদান করা এবং এশিয়ার শক্তির অবদান রাখা।

 

(আকাশ/এনাম/রুবি)