সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়-প্রতিজ্ঞ
2022-07-25 19:16:09


জুলাই ২৫: আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বলেন, চীন দৃঢ়ভাবে শক্তিশালী পদক্ষেপ নিয়ে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে। 


মার্কিন কংগ্রেসের স্পীকার ন্যান্সি পেলোসি আগামী মাসে (আগস্ট) চীনের তাইওয়ানে তথাকথিত ‘ সফর’ করবেন বলে জানা গেছে। 


এর জবাবে চাও লি চিয়ান বলেন, চীন এর তীব্র বিরোধিতা করে। এ অবস্থান চীন ইতোমধ্যে অনেকবার যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। 


চাও লি চিয়ান বলেন, যদি যুক্তরাষ্ট্র তা থেকে বিরত না হয়,  তাহলে চীন অবশ্যই দৃঢ়ভাবে শক্তিশালী পদক্ষেপ নিয়ে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে। তার সংশ্লিষ্ট গুরুতর ফলাফল যুক্তরাষ্ট্রকে গ্রহণ করতে হবে।


(আকাশ/এনাম/রুবি)