জুলাই ২৫: লাসা সরকার, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনৈতিক ও তথ্য বিভাগ, ও লিউউ নতুন অঞ্চলের পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে তিব্বতের প্রথম ডিজিটাল কালেকশন লাসায় উন্মুক্ত হয়েছে।
তিব্বতের প্রথম ডিজিটাল সাংস্কৃতিক কালেকশন "সোংটসান গাম্পোর ঘোড়ার মাথার পবিত্র সিলভার পট"-এর অরিজিনাল কালেকশন জোখাং মন্দিরে সংরক্ষিত আছে, যা তিব্বতের বিভিন্ন জাতিগোষ্ঠীর আদান-প্রদান ও একীকরণের সাক্ষ্য। উদ্বোধনের দিনে, "সোংটসান গাম্পোর ঘোড়ার মাথা পবিত্র সিলভার পট" প্রতি কপি ১৮ ইউয়ান দামে ১৫ সেকেন্ডের মধ্যে ১০ হাজার কপি বিক্রি হয়ে যায়। (ইয়াং/আলিম/হাইমান)