‘ওয়েন থিয়ানে’ প্রবেশ করেছেন চীনা নভোচারীরা
2022-07-25 16:15:34


 

জুলাই ২৫: চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, ‘শেনচৌ-১৪’ মহাকাশযানের নভোচারীরা আজ (সোমবার) সকাল ১০টা ৩ মিনিটে সদ্য উৎক্ষিপ্ত ‘ওয়েন থিয়ান’ পরীক্ষামূলক কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকেছেন। চীনা নভোচারীরা প্রথমবারের মতো কক্ষপথে চলা বৈজ্ঞানিক পরীক্ষামূলক কেবিনে প্রবেশ করলেন।

 

পরবর্তীতে তারা পরিকল্পনা অনুযায়ী, সম্মিলিত বডি অ্যাটিটিউড ফিউশন কন্ট্রোল, ছোট রোবটিক আর্ম ক্রলিং এবং বড় ও ছোট বাহুর সংমিশ্রণ পরীক্ষাসহ নানা কাজ করবেন। তারা এয়ারলক কেবিন এবং ছোট রোবটিক বাহু দিয়ে কেবিনের বাইরে গিয়েও কার্যক্রম চালাবেন। (শিশির/এনাম/রুবি)