পরমাণুচুক্তি পুনরুদ্ধারের আগে ইরানের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে হবে: প্রেসিডেন্ট রাইসি
2022-07-25 13:01:35

জুলাই ২৫: পরমাণুচুক্তি পুনরুদ্ধারের পূর্বে ইরানের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এই নিশ্চয়তাও দিতে হবে যে, সংশ্লিষ্ট পক্ষগুলো চুক্তি মেনে চলবে। গত শনিবার ইরানের  প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্‌খোঁর সঙ্গে ফোনালাপে এ কথা বলেন।

রাইসি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির ওপর, বিশেষ করে ইউরোপের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। গত ৮ই জুন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সভায় ইরানের বিরুদ্ধে অসহযোগিতার যে-অভিযোগ তোলা হয়েছে, রাইসি তারও সমালোচনা করেন। (প্রেমা/আলিম/স্বর্ণা)