বেইজিংয়ে সি চিন পিংয়ের কূটনৈতিক চিন্তাধারা অধ্যয়নবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
2022-07-25 13:03:09

জুলাই ২৫: গতকাল (রোববার) সি চিন পিংয়ের কূটনৈতিক চিন্তাধারা অধ্যয়নবিষয়ক এক সেমিনার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। দেশের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সেমিনারে সি চিন পিংয়ের নতুন যুগের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন বড় রাষ্ট্রের কূটনীতির নতুন দিগন্ত উন্মোচনের কথা বলেন।

তিনি বলেন, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন বড় রাষ্ট্রের কূটনীতির চিন্তাধারা নতুন যুগে চীনা কূটনীতির পথপ্রদর্শক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা সমাধানে চীনা দর্শন হিসেবে ভূমিকা রাখছে। এ চিন্তাধারার আলোকে চীনের কূটনীতি সামনে এগিয়ে যাচ্ছে, যা চীনা জাতির মহান পুনরুত্থান ও চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পাশাপাশি মানবজাতির শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। (প্রেমা/আলিম/স্বর্ণা)