চীনা মহাকাশকেন্দ্রে হাজার হাজার বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে
2022-07-25 16:29:17

জুলাই ২৫: সম্পূর্ণ চীনা মহাকাশ স্টেশনটি একটি জাতীয় মহাকাশ গবেষণাগার এবং চীনের মহাকাশ ইতিহাসের বৃহত্তম ও দীর্ঘমেয়াদী মানববাহী মহাকাশ পরীক্ষা প্ল্যাটফর্মে পরিণত হবে। ভবিষ্যতে, এখানে হাজার হাজার বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে, যা চীনের মহাকাশ বিজ্ঞান গবেষণা ও প্রয়োগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা করবে।

চীনের বিজ্ঞান একাডেমির স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের মানববাহী মহাকাশ পেলোড অপারেশন ও কন্ট্রোল হচ্ছে মহাকাশ পরীক্ষার গ্রাউন্ড বাটলারের সমতুল্য, যা রিয়েল টাইমে চীনা মহাকাশ স্টেশনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাতে ও নিয়ন্ত্রণ করতে পারে। এখানকার পরিচালন ও নিয়ন্ত্রণ এবং ডেটা প্রক্রিয়াকরণের মাধ্যমে চীনা মহাকাশ স্টেশনে চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহস্রাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

চীনের মহাকাশ স্টেশনের বৈজ্ঞানিক গবেষণা-ব্যবস্থার মধ্যে আছে মূলত ১৪টি বৈজ্ঞানিক পরীক্ষামূলক ক্যাবিনেট, একটি বহিরাগত এক্সপোজার পরীক্ষামূলক প্ল্যাটফর্ম, একটি কো-অরবিট ফ্লাইং সার্ভে টেলিস্কোপ। এখানে স্পেস অ্যাস্ট্রোনমি এবং মাইক্রোগ্রাভিটিতে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা চালানো হবে। এই প্রথমবারের মতো চীন মহাকাশে আন্তর্জাতিক উন্নত বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার ক্যাবিনেট ব্যবহার করে বড় আকারের পরীক্ষামূলক ব্যবস্থা তৈরি করেছে। এখানে পরীক্ষামূলক সাজ-সরঞ্জামের ওজন ৫০০ কিলোগ্রামের ওপরে, যা একটি মাঝারি আকারের উপগ্রহের ওজনের সমান।

ওয়েনথিয়ান মহাকাশ-গবেষণাগারে মূলত জীববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি নিয়ে গবেষণার ওপর ফোকাস করা হবে। এটি মহাকাশ জীববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি, মাইক্রোগ্রাভিটি ফ্লুইড ফিজিক্স, এবং স্পেস ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে ১০টি গবেষণা থিম পরিকল্পনা ও স্থাপন করেছে; ৪০টিরও বেশি বৈজ্ঞানিক প্রকল্প অনুমোদিত হয়েছে। মহাকাশ-পরিবেশে বিভিন্ন জীব ও উদ্ভিদের বেড়ে ওঠা বা বিকশিত হওয়ার প্রক্রিয়া নিয়ে এখানে গবেষণা করা হবে। মহাকাশে দীর্ঘকাল ধরে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সামনে যেসব সমস্যা আছে, সেগুলো সমাধানের উপায় নিয়েও চীনা মহাকাশ স্টেশানে গবেষণা করা হবে। (ইয়াং/আলিম/হাইমান)