ওয়েনথিয়ান-থিয়ানহ্য ডকিং সম্পন্ন
2022-07-25 10:42:00

জুলাই ২৫: আজ (সোমবার) বেইজিং সময় ভোর ৩টা ১৩ মিনিটে, চীনের মহাকাশ-গবেষণাগার ‘ওয়েনথিয়ান’ ও মহাকাশকেন্দ্রের মূল অংশ ‘থিয়ানহ্য’-র সফল ডকিং সম্পন্ন হয়। গোটা প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ১৩ ঘন্টা সময় লাগে। চীনের মানববাহী মহাকাশ প্রকল্প কার্যালয় এ তথ্য জানিয়েছে।

এই প্রথম চীনের দুটি ২০ টন ওজনের মহাকাশযান কক্ষপথে সংযুক্ত হলো। তা ছাড়া, মহাকাশকেন্দ্রের মূল অংশের সঙ্গে নভোচারীদের উপস্থিতিতে এবারই প্রথম কোনো মহাকাশযানের ডকিং হলো।

পরিকল্পনা অনুযায়ী, শেনচৌ-১৪ নভোচারীরা পরে ‘ওয়েনথিয়ান’-এ প্রবেশ করবেন। (ইয়াং/আলিম/হাইমান)