“স্নায়ুযুদ্ধের চিন্তাধারা আর চলবে না”
2022-07-25 19:16:53


জুলাই ২৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, স্নায়ুযুদ্ধের চিন্তাধারা চলবে না। তা কেবল নিজেদের ক্ষয়ক্ষতি বয়ে আনবে।     


জার্মান পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি চীন সম্পর্কে কিছু অনুচিত বক্তব্য রেখেছেন। এ সম্পর্কে চাও লি চিয়ান উপরোক্ত মন্তব্য করেছেন। 


চাও লি চিয়ান বলেন, ‘বড় দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা ইস্যুতে চীনের রেকর্ড সবচেয়ে ভাল। আমরা কখনোই যুদ্ধ শুরু করিনি, কখনো অন্য দেশের ভূমি দখল করিনি, এবং কোনো দেশকে চীন হুমকি দেয়নি’। 

 

তিনি বলেন, তাইওয়ান হচ্ছে চীনের অভ্যন্তরীণ বিষয়। কোনো বাইরের শক্তি তাতে হস্তক্ষেপ করতে পারবে না। শান্তিপূর্ণ একীকরণ বাস্তবায়ন, এবং এক দেশ দুই ব্যবস্থায় অবিচল থাকবে চীন। 


তিনি আরও বলেন, কেউ যদি চীনা জনগণের শেষ-সীমা পরীক্ষা করতে চায়, তাহলে তাদের ক্ষতি হবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তায় ন্যাটো নেতিবাচক কাজ করতে পারবে না। 


(আকাশ/এনাম/রুবি)