পরিসংখ্যানে ‘ওয়েন থিয়ান’
2022-07-24 16:30:24

জুলাই ২৪: চীনের মানব-বাহী মহাকাশ প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, বেইজিং সময় আজ (রোববার) দুপুর ২টা ২২ মিনিটে ‘ওয়েন থিয়ান’ পরীক্ষামূলক মডিউল বহনকারী ‘লং মার্চ ৫-বি ইয়াও -৩’ ক্যারিয়ার রকেট সাফল্যের সঙ্গে চীনের ওয়েন ছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে।

 

কিছু পরিসংখ্যানের মধ্য দিয়ে ‘ওয়েন থিয়ান’ সম্পর্কে জেনে নিন...

 

এ মডিউলের দৈর্ঘ্য ১৭.৯ মিটার। তার পাখা প্রথমবার প্রসারিত হলে তার দৈর্ঘ্য হয় ৬.৫ মিটার এবং দ্বিতীয়বার হয় ২৩ মিটার। পুরোপুরি প্রসারিত হলে তা ৫৫ মিটার ছাড়াবে।

 

‘ওয়েন থিয়ান’ মডিউলের ওজন ২৩ টন, যা ছয়টি এশিয়ান হাতির সমান। মডিউলের ভিতরে ৫০ কিউবিক মিটার জায়গায় নভোচারীরা পরীক্ষা ও জীবনযাপন করতে পারেন।

(রুবি/এনাম/শিশির)