চালু হলো চীনের জাতীয় সংস্করণ গ্রন্থাগার
2022-07-24 15:32:41

জুলাই ২৪: চীনের জাতীয় সংস্করণ গ্রন্থাগার গতকাল (শনিবার) বেইজিংয়ে চালু হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও সম্প্রচার-মন্ত্রী হুয়া খুন মিং তাতে ভাষণ দিয়েছেন।

 

হুয়াং খুন মিং বলেন, চীনের জাতীয় সংস্করণ গ্রন্থাগার প্রেসিডেন্ট সি চিন পিং-কেন্দ্রিক সিপিসির কেন্দ্রীয় কমিটির অনুমোদিত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রকল্প। তাতে চীনা জাতির সংস্কৃতি ধারণ এবং  ঐতিহাসিক মেধা গ্রহণ করে ভবিষ্যৎ সৃষ্টির সচেতনতা প্রতিফলিত হয়েছে।

 

হুয়াং খুন মিং আরও বলেন, এ গ্রন্থাগার নতুন যুগে জাতীয় সাংস্কৃতিক সম্পদ। সবার উচিত সংস্করণের প্রদর্শন, গবেষণা এবং আদান-প্রদানের ভূমিকা পালনে দায়িত্বশীল হওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আত্মবিশ্বাস ও যুগের নতুন প্রতীক গঠন এবং চীনের সুস্থ জাতীয় ভাবমূর্তি প্রদর্শন ও সভ্যতার বিনিময়সহ নানা ক্ষেত্রে নিজের অবদান রাখা।

 

(রুবি/এনাম/শিশির)