রকেট উত্ক্ষেপণ করা হয় যেভাবে
2022-07-23 15:37:40

জুলাই ২৩: রকেট উত্ক্ষেপণের সময়টিতে সবাই খুব উত্তেজিত থাকেন। নির্দেশকের ঘোষণার সঙ্গে সঙ্গে একজন কর্মী লাল বাটন প্রেস করেন। তারপর রকেটে আগুন লাগিয়ে উত্ক্ষেপণ করা হয়। সে বাটন প্রেস করা কর্মীকে সোনার আঙ্গুল হিসেবে চিহ্নিত করা হয়।

 

এবার চীনের মহাকাশের ওয়েন থিয়ান নামক ক্যাবিন উত্ক্ষেপণে দায়িত্বশীল সোনার আঙ্গুল হচ্ছেন লিউ চিন চিয়ে। তিনি এ কর্তব্য পালনকারী প্রথম নারী কর্মী। জানা গেছে, রকেট উত্ক্ষেপণ ব্যবস্থায় রয়েছে ১০০টিরও বেশি বাটন এবং ৪টি স্ক্রিনে রয়েছে ৩০০টিরও বেশি প্যারামিটার। লিউ চিন চিয়ের প্রথম কাজ হচ্ছে সে সব বাটন ও প্যারামিটার সম্পর্কে পরিচিত হওয়া। (রুবি/এনাম/শিশির)