চীনের মহাকাশ স্টেশনে সোনার দামে পানি!
2022-07-23 15:36:23

জুলাই ২৩: চীনের মহাকাশ স্টেশনে কীভাবে কার্বন-ডাই-অক্সাইড ব্যবহার করে পানি তৈরি হয়? পানি ও অক্সিজেনসহ নানা সম্পদ মহাকাশে কীভাবে পুনঃব্যবহার করা যায়? সে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ।

সবাই জানেন কি? চীনের মহাকাশ স্টেশনে প্রতিকেজি পানি তৈরি হওয়া মানে এক কেজি স্বর্ণ সাশ্রয় হওয়া। রকেট উত্ক্ষেপণের খরচে এক গ্রাম পানি উত্ক্ষেপণ করতে এক গ্রাম স্বর্ণের সমান দাম ব্যয় হয়। তাই এক কেজি পানি পাঠানো না লাগা মানে এক কেজি স্বর্ণ সাশ্রয় হওয়া। (রুবি/এনাম/শিশির)