পঞ্চম ডিজিটাল চীন নির্মাণ-বিষয়ক শীর্ষসম্মেলন আয়োজিত
2022-07-23 16:46:05


জুলাই ২৩: আজ (শনিবার) পঞ্চম ডিজিটাল চীন নির্মাণ-বিষয়ক শীর্ষসম্মেলন ফু চিয়ান প্রদেশের রাজধানী ফু চৌতে আয়োজিত হয়েছে। সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট বুর‍্যোর সদস্য ও প্রচার বিভাগের প্রধান হুয়াং খুন মিং অনলাইনে তার উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য রেখেছেন। 


তিনি জোর দিয়ে বলেন, সিপিসির সাধারন সম্পাদক সি চিন পিংয়ের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ চিন্তাধারা অনুসরণ করে আরো দ্রুতগতিতে ডিজিটাল চীনের নির্মাণ করতে হবে। ডিজিটাল উন্নয়নের ধারায় নতুন সুযোগ ধরে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সুবিধা সৃষ্টি করার কথা উল্লেখ করেন তিনি। 


তিনি জানান, সিপিসির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে ডিজিটাল চীন নির্মাণে গুরুত্বপূর্ণ অগ্রগতি ও সুফলাফল অর্জিত হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যত রয়েছে। আত্ননির্ভরতার চেতনা ধারণ করে দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার সুবিধা পূর্ণভাবে কাজে লাগিয়ে মৌলিক প্রযুক্তির নতুন উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং অবকাঠামোর নির্মাণের নতুন পরিস্থিতি সৃষ্টি করতে হবে।  


এবারের শীর্ষসম্মেলনের থিম হচ্ছে ‘উদ্ভাবনের মাধ্যমে নতুন সংস্কার এগিয়ে নেয়া ও ডিজিটাল মাধ্যমে নতুন পরিস্থিতি সৃষ্টি করা’। 

(আকাশ/এনাম/রুবি)