কফি হাউসের আড্ডা মো: বশির উদ্দিন খানের চোখে চীনা সংস্কৃতি
2022-07-22 20:28:28

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন মো: বশির উদ্দিন খান।তিনি বর্তমান শাংহাই বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ সোসিওলজি এন্ড পলিটিক্যাল সায়েন্স-এ পিএইচডি করছেন। তিনি সঙ্গে সঙ্গে বাংলাদেশের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া শাংহাই বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা গ্রুপ পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি। তিনি বর্তমানে বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তা ছাড়া তিনি চীন থেকে প্রকাশিত অনলাইন বাংলা ম্যাগাজিন, ‘মহাপ্রাচীর’ এর সম্পাদক। পিএইচডি গবেষণার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। চীনে থাকা অবস্থায় বৃদ্ধদের জন্য স্বেচ্ছাসেবক গ্রুপের একজন সদস্য তিনি। তিনি বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন এবং দেশের মানুষের জীবন ও মান উন্নয়নে কাজ করতে ভালোবাসেন।

(স্বর্ণা/আলিম/ছাই)