চীন বৈশ্বিক খাদ্য নিরাপত্তার পক্ষের শক্তি: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-07-22 19:08:41


জুলাই ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনা জনগণ কেবল নিজেদের জন্যই কাজ করে না, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখে। চীন বৈশ্বিক খাদ্য নিরাপত্তার পক্ষের শক্তি।

তিনি বলেন, কোভিড মহামারী, চরম আবহাওয়া, ভূ-রাজনৈতিক সংঘাত, ও অন্যান্য ফ্যাক্টরের প্রভাবে, বৈশ্বিক খাদ্যচেইন ও সরবরাহ-চেইনে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অনেক বেড়েছে। বহু নিম্ন আয়ের দেশ তীব্র খাদ্যসংকটে পড়েছে। বিশ্বের বৃহত্তম খাদ্য উত্পাদক-দেশ হিসেবে, বিশ্বের আবাদযোগ্য জমির ৯ শতাংশেরও কম ব্যবহার করে, বিশ্বের খাদ্যের এক-চতুর্থাংশ উত্পাদন করে চীন। আর এ খাদ্য বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ মানুষের চাহিদা মেটায়। এটা বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় চীনের  গুরুত্বপূর্ণ অবদান।

চীনা মুখপাত্র বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব উত্থাপন করেছেন। খাদ্য নিরাপত্তাকে আটটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক ক্ষেত্রের অন্তর্ভুক্ত  করেছেন। এদিকে, চীন জাতিসংঘের খাদ্য সংস্থার দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাঠামোতে এমন একটি  উন্নয়নশীল দেশ, যে অন্যান্য দেশকে সবচেয়ে বেশি আর্থিক সহায়তা প্রদান করে,  বিদেশে সবচেয়ে বেশি বিশেষজ্ঞ পাঠায়, এবং সবচেয়ে বেশি প্রকল্প-সহযোগিতা চালায়। সম্প্রতি জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে, আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা সহযোগিতা প্রস্তাব দাখিল করেন চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তা খাতে জাতিসংঘ ও উন্নয়নশীল দেশুগুলোর জন্য চীন কেবল একটি নির্ভরযোগ্য সহযোগী নয়, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা রক্ষার পক্ষের শক্তিও বটে। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)