মহাকাশে যাবার জন্য প্রস্তুত চীনের ‘ওয়েনথিয়ান’ মহাকাশ-গবেষণাগার
2022-07-22 19:21:22

জুলাই ২২: চীনের মহাকাশকেন্দ্রের মূল অংশে যাবার জন্য প্রস্তুত মহাকাশ-গবেষণাগার ‘ওয়েনথিয়ান’। আজ (শুক্রবার) এর প্রাক-উত্ক্ষেপণ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার উদ্দেশ্য ছিল, ‘ওয়েনথিয়ান’ ও এর পরিবাহক-রকেট ‘লংমার্চ-৫বি ইয়াও-৩’-এর সংযুক্তিসহ মিশনের সব উপাদান ও ব্যবস্থা পরীক্ষা করা।  মহড়ায় বেইজিং এরোস্পেস ফ্লাইট কন্ট্রোল সেন্টার, ওয়েনছাং মহাকাশ উতক্ষেপণ কেন্দ্র, সি’আন উপগ্রহ পরিমাপ ও নিয়ন্ত্রণ কেন্দ্র, মিশন পরিমাপ ও নিয়ন্ত্রণ স্টেশন অংশগ্রহণ করে। মহড়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এর অর্থ ‘ওয়েনথিয়ান’ সফল উত্ক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

বেইজিং এরোস্পেস ফ্লাইট কন্ট্রোল সেন্টারের ওয়েনথিয়ান মিশনের ডেপুটি কমান্ডার ইয়াং ইয়ান পো বলেন, গোটা প্রক্রিয়াটি খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পরিকল্পনামাফিক নির্ধারিত সময়ে ওয়েনথিয়ান মহাকাশে পাঠানো হবে। (ইয়াং/আলিম/হাইমান)