জুন মাস থেকে পাকিস্তানে ঝড়বৃষ্টিতে ২৮২জন নিহত
2022-07-22 11:28:16

জুলাই ২২: গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের জাতীয় দুর্যোগ প্রশাসনিক ব্যুরো জানিয়েছে, ১৪ জুন থেকে দেশে ঝড়বৃষ্টির কারণে বন্যা সৃষ্টি হয়েছে এবং তাতে অন্তত ২৮২জন নিহত আর ২১১জন আহত হয়েছে।

ঝড়বৃষ্টির দুর্যোগে পাকিস্তানের মোট ৫৬৪৮টি বাড়িঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে, ৫৫৯ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২২টি সেতু ধসে পড়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের পাহাড়ি এলাকায় বন্যায় ৮৮জন নিহত এবং ৬৬জন আহত হয়েছে।

স্থানীয় আবহাওয়া পূর্বাভাস বিভাগ জানিয়েছে, আগামী এক সপ্তাহে দেশে আরও ঝড়বৃষ্টি দেখা দেবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)