রাশিয়া ও সৌদি আরব ‘ওপেক+’ কাঠামোতে সমন্বয় জোরদার করবে
2022-07-22 19:24:42

জুলাই ২২: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সাথে ফোনে কথা বলেন। এ সময় তাঁরা "ওপেক+" কাঠামোতে সমন্বয় জোরদার করার ব্যাপারে একমত হন।

রুশ প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ অনুসারে, ফোনালাপের সময় দুই নেতা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মূল বিষয়গুলো, বিশেষ করে পারস্পরিক কল্যাণকর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

ফোনালাপে দুই নেতা বিশ্বের তেলের বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা এই মর্মে সন্তোষ প্রকাশ করেন যে, ওপেক+ বৈশ্বিক জ্বালানি বাজারের ভারসাম্য ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সৌদি প্রিন্স ও রুশ প্রেসিডেন্ট সিরিয়া পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

উল্লেখ্য, "ওপেক+" সহযোগিতা বলতে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা (ওপেক) এবং নন-ওপেক তেল-উত্পাদনকারী দেশগুলোর মধ্যে সহযোগিতার প্রক্রিয়াকে বোঝায়। (ইয়াং/আলিম/হাইমান)