৯ কোটি কোভিড-১৯ রোগী! ‘মার্কিন ট্র্যাজেডির’ শেষ কোথায়!
2022-07-22 13:26:13

 

জুলাই ২২: যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুসারে, বেইজিং সময় গতকাল (বৃহস্পতিবার) ৬টা ২১মিনিট পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নয় কোটি ছাড়িয়ে গেছে, মৃতের সংখ্যা ১০ লাখেরও বেশি। দুই খাতেই তা বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এই উপাত্ত থেকে দেখা যায়, প্রতি ৩.৬জন আমেরিকানের মধ্যে একজন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে, বাস্তব পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

 

যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র পরাশক্তি, কিন্তু ‘মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের বৃহত্তম ব্যর্থ দেশে’ পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা এবং দেশের শাসনব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন। পাশাপাশি মার্কিন রাজনীতিবিদদের রাজনৈতিক স্বার্থকে জনগণের জীবনের উপরে রাখার অবস্থাও প্রতিফলিত করে।

 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। সেই সঙ্গে মার্কিন দুই পার্টির লড়াই তীব্রতর হচ্ছে। যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ উচ্চ মুদ্রাস্ফীতি এবং ঘন ঘন বন্দুক সহিংসতাসহ বিভিন্ন সমস্যা রয়েছে; দেশটির রাজনীতিবিদরা মহামারীকেও গুরুত্ব দেন না। এ কারণে যুক্তরাষ্ট্রে কোভিড আক্রান্তের পরিমাণ বাড়বে। মার্কিন ‘নয় কোটির ট্র্যাজেডি’ শেষ হবার নয়!

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)