জুলাই ২২: দ্বিতীয় দফায় স্থানান্তরিত পশুপালকদের একটি দল শুয়াংহু জেলা থেকে নতুন বাড়িতে নতুন জীবন শুরু করার জন্য ইয়াংলু জাংবো নদীর (ব্রহ্মপুত্র) তীরে নির্মিত সেনবুরি পুনর্বাসন অঞ্চলে চলে এসেছেন।
সেনবুরি পুনর্বাসন অঞ্চল ব্রহ্মপুত্রের উত্তর তীরে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬০০ মিটার উঁচুতে। লাসার শহরাঞ্চল থেকে ৬০ কিলোমিটারেরও বেশি দূরে এর অবস্থান। এখানে হাসপাতাল, স্কুল, ও বাজার আছে। জীবন আগের চেয়ে অনেক সহজ। শুয়াংহু-র পশুপালকদের নতুন জীবন তাদের জন্য আনন্দ বয়ে এনেছে। (ইয়াং/আলিম/হাইমান)