চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর বুরকিনা ফাসোর প্রেসিডেন্টের গুরুত্বারোপ
2022-07-22 19:23:04

জুলাই ২২: বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট সানদাওগো দামিবা গতকাল (বৃহস্পতিবার) রাজধানী ওয়াগাডুগুতে বলেছেন, তাঁর দেশ চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়।

বুরকিনা ফাসোতে নতুন চীনা রাষ্ট্রদূত লু শানের নিয়োগপত্র গ্রহণ করার সময় দামিবা আরও বলেন, তাঁর দেশ চীনকে মূল্যবান সমর্থন ও সহায়তার জন্য ধন্যবাদ জানায়। বুরকিনা ফাসো দু’দেশের বন্ধুত্ব ও সহযোগিতাকে গভীরতর করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে ইচ্ছুক।

এ সময় রাষ্ট্রদূত লু শান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন-বুরকিনা ফাসো সম্পর্ক ক্রমাগত সামনে এগিয়ে গেছে; দু’পক্ষের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি পেয়েছে; বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ফলপ্রসূ হয়েছে; এবং পরস্পরের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দু’দেশ পরস্পরকে সমর্থন করা অব্যাহত রেখেছে।

রাষ্ট্রদূত বলেন, চীন সন্ত্রাসবাদ ও মানবিক সংকট মোকাবিলায় এবং জনগণের জীবনমান উন্নয়নে বুরকিনা ফাসোর প্রচেষ্টাকে সমর্থন করে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নয়নে কাজ করে যেতে চায়।  

(ইয়াং/আলিম/হাইমান)