দ্রৌপদী মুর্মু ভারতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন
2022-07-22 11:27:39

জুলাই ২২: গতকাল (বৃহস্পতিবার) ভারতের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মু দেশের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। তিনি ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

 

২৫ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করবেন এবং ভারতের প্রথম ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রেসিডেন্ট ও দেশের ইতিহাসে দ্বিতীয় নারী প্রেসিডেন্ট। তাঁর কার্যমেয়াদ ৫ বছর।

১৯৫৮ সালের জুন মাসে তিনি ওড়িশা অঙ্গরাজ্যের ময়ুরপঞ্জ জেলার একটি উপজাতি এলাকায় জন্মগ্রহণ করেন এবং রাজনীতিতে যোগদানের আগে স্কুল শিক্ষিকা ছিলেন। ১৯৯৭ সালে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)