শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন সি চিন পিং
2022-07-22 19:26:05

জুলাই ২২: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিংহেকে আজ (শুক্রবার) টেলিফোনে অভিনন্দন জানান।

ফোনালাপে সি চিন পিং বলেন, চীন ও শ্রীলঙ্কা একে অপরের ঐতিহ্যবাহী বন্ধু ও প্রতিবেশী। ৬৫ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে, দুটি দেশ সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও কল্যাণের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করে এসেছে। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পরে, চীন ও শ্রীলঙ্কা একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং পরস্পরকে সাহায্য করেছে।

চিন পিং জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট বিক্রমাসিংহের নেতৃত্বে শ্রীলঙ্কা সাময়িক অসুবিধা কাটিয়ে উঠবে এবং অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধার-প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট বিক্রমাসিংহে ও শ্রীলঙ্কার জনগণের প্রচেষ্টায় সাধ্যমতো সহায়তা দিতে ইচ্ছুক চীন। দুই পক্ষ ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাবে এবং পারস্পরিক রাজনৈতিক বিশ্বাস সুসংহত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (ইয়াং/আলিম/হাইমান)