ফুকুশিমার পারমাণবিক বর্জ্য সমুদ্রে ফেলার আনুষ্ঠানিক অনুমতি দায়িত্বজ্ঞানহীন: চীনা মুখপাত্র
2022-07-22 19:08:00


জুলাই ২২: জাপানের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কমিশন ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দূষিত বর্জ্য সমুদ্রে ফেলার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে, যা দায়িত্বজ্ঞানহীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আজ (শুক্রবার) এ কথা বলেন মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

তিনি বলেন, এটা দুঃখজনক যে, জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্যান্য দেশের ন্যায্য ও যুক্তিসঙ্গত দাবির প্রতি কর্ণপাত করছে না। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাপানি জনগণের সাথে অর্থপূর্ণ পরামর্শ করার পরিবর্তে তারা একতরফাভাবে সমুদ্রে পারমাণবিক বর্জ্য ফেলার আত্মঘাতী সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে যাচ্ছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

মুখপাত্র বলেন, ফুকুশিমার পারমাণবিক বর্জ্য সমুদ্রে ফেললে গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে। তাই, এই ইস্যু জাপানের একার নয়। এটা একটা আন্তর্জাতিক সমস্যা।

তিনি আরও বলেন, জাপানকে তার আন্তর্জাতিক দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করতে হবে; বৈজ্ঞানিক, উন্মুক্ত, স্বচ্ছ ও নিরাপদ উপায়ে পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে; এবং সমুদ্রে বর্জ্য নিষ্কাশনের পরিকল্পনা বাতিল করতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)