জুলাই ২২: গত ১৯শে জুলাই তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শুয়াংহু জেলায় পশুপালকদের দ্বিতীয় দফা পরিবেশগত স্থানান্তর শুরু হয়। যাত্রীবাহী একটি গাড়ি পশুপালকদের দোমা গ্রাম থেকে উঠিয়ে শানান শহরের গংগার জেলার সেনবুরি পুনর্বাসন এলাকার দিকে চলে যায়।
শুয়াংহু জেলা ছিয়াংথাং জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের মধ্যে অবস্থিত। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার মিটারেরও বেশি। এখানে প্রাকৃতিক পরিবেশ কঠোর। স্থানীয় পশুপালকদের জন্য এখানে জীবনধারণ কঠিন। আর এ অঞ্চলের তৃণভূমি প্রতিবছরে ৩ থেকে ৫ শতাংশ হারে কমছে।
মানুষ ও প্রকৃতির মধ্যে সুরেলা সহাবস্থানের জন্য তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল ২০১৯ সালে শুয়াংহু জেলার উত্তর অংশে তিনটি গ্রামের মানুষকে স্থানান্তর করে। এবার দ্বিতীয় দফায় মূলত জেলার দক্ষিণ অংশের চারটি গ্রামের মানুষকে টার্গেট করা হয়। আগস্টের প্রথম দিকে এ কাজ সম্পন্ন হওয়ার কথা। (ইয়াং/আলিম/হাইমান)