সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে নেওয়ার আহ্বান চীনের
2022-07-22 19:22:15

জুলাই ২২: জাতিসংঘে চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই পিং গতকাল (বৃহস্পতিবার) সাধারণ পরিষদে সিরিয়ার মানবিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর উচিত সিরিয়ার ওপর থেকে অবিলম্বে একতরফা সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া।

তাই পিং বলেন, মানবতা, নিরপেক্ষতা ও নিরপেক্ষতার নীতি অনুযায়ী সিরিয়ার জনগণকে মানবিক সহায়তা প্রদানে চীন সবসময় জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সমর্থন করে আসছে। চীন আবারও জোর দিয়ে বলতে চায় যে, একতরফা নিষেধাজ্ঞা সিরিয়ার অর্থনৈতিক ও সামাজিক পুনরুদ্ধার এবং উন্নয়ন-প্রক্রিয়ার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। সিরিয়ায় আন্তর্জাতিক মানবিক সংস্থার কার্যক্রমকে সীমিত করা হয়েছে। এ পরিস্থিতির অবসান ঘটা জরুরি। নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে স্পষ্ট দাবি জানাতে হবে। (ইয়াং/আলিম/হাইমান)