ধান উৎপাদনের কৌশলগত পরিকল্পনা
2022-07-22 19:23:32

ঢাকা, জুলাই ২২: আগামী দুই দশকের সম্ভাব্য অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রেখে উৎপাদন পরিকল্পনা তৈরি করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট –ব্রি।

ব্রি জানায়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম ধান উৎপাদনকারী এবং ভোক্তা। ব্রি মহাপরিচালক ড. শাহজাহান কবির বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, ‘এসডিজি-২ এর লক্ষ্য অর্জনের জন্য ২০৪১ সালের মধ্যে উদ্বৃত্ত চাল উৎপাদনের জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি করা হয়েছে।’

তিনি বলেন, তাদের পরিকল্পনা একটি গবেষণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার লক্ষ্য ছিল দুটি প্রধান মৌসুমি ধান বোরো ও আমনের উৎপাদন বাড়ানো।

দেশের আবাদযোগ্য জমি প্রতিবছর এক শতাংশ হারে কমে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্যও কৃষি খাত হুমকির মুখে পড়েছে। এই বিষয়টি মাথায় রেখে তারা এই পরিকল্পনা তৈরি করেছেন।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন প্রায় ৩ কোটি ৬০ লাখ টন ধান উৎপাদিত হচ্ছে, এ ক্ষেত্রে ব্রি’র লক্ষ্যমাত্রা ২০৪০ সালে উৎপাদন ৫ কোটি ৪১ লাখ টন এবং ২০৫০ সালে ৬ কোটি ৯ লাখ টনে উন্নীত করা। প্রধানত আমন ও বোরোর উচ্চফলনশীল প্রজাতির উন্নয়নের মাধ্যমে এই উৎপাদন বাড়ানো হবে।

সাজিদ/রহমান

বিএসএস