মার্কিন নির্বাচনে বেইজিংয়ের হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করলেন চীনা মুখপাত্র
2022-07-21 18:42:21


জুলাই ২১: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন নির্বাচনে বেইজিংয়ের হস্তক্ষেপের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি আসল কালপ্রিটদের বাঁচাতে চীনের দিকে অভিযোগের আঙুল না-তুলতে সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের পরামর্শ দেন।

ওয়াং ওয়েন পিন বলেন, একজন সাবেক মার্কিন কর্মকর্তা প্রকাশ্যেই স্বীকার করেছেন যে, অন্য দেশের শাসকদের উত্খাত করা ও সেসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বরাবরই মার্কিন নীতি ছিল ও আছে। চীন কখনও এমন ধারা নীতি অনুসরণ করে না।  

চীনা মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না-এনে, নিজের সমস্যা সমাধানে অধিক মনোযোগী হওয়া।

উল্লেখ্য, মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা সম্প্রতি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন নির্বাচন চীন, রাশিয়া, ইরানসহ বিভিন্ন দেশের হস্তক্ষেপের হুমকির সম্মুখীন। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)