চীনের সহযোগিতায় তৈরি নতুন সংসদ ভবন পরিদর্শন করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট
2022-07-21 10:16:53

জুলাই ২১: গতকাল (বুধবার) জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া চীনের সহযোগিতায় তৈরি নতুন সংসদ ভবন পরিদর্শন করেছেন। তিনি চীন সরকার ও জনগণকে ধন্যবাদ জানিয়েছেন।

পরিদর্শনের পর তিনি বলেন, এ স্থাপত্যটি দেশটির এবং চীনের সাংস্কৃতিক উপাদানের মিশ্রণে তৈরি করা হয়েছে। নির্মাণকাজের মান অনেক উঁচু এবং এটা দেশের এমনকি গোটা আফ্রিকার সবচেয়ে উন্নত স্থাপত্যগুলির অন্যতম। নতুন সংসদ ভবন নির্মাণের গতি ও গুণগতমান নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

জানা গেছে, সংসদ ভবনটি দক্ষিণ আফ্রিকায় চীনের বৃহত্তম সহায়তা প্রকল্প। মেঝের মোট আয়তন ৩৩ হাজার বর্গমিটার। প্রকল্পের কাজ গত মে মাসে শেষ হয়।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)