সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের বিষয়ে ইরানের উদ্বেগ প্রকাশ
2022-07-21 11:03:42

জুলাই ২১: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান গতকাল (বুধবার) জানিয়েছেন, সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান নিয়ে ইরান উদ্বিগ্ন।

এদিন ইরানের রাজধানী তেহরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেকদাদের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে আবদুল্লাহিয়ান বলেন, তুরস্ক, সিরিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখছে ইরান। গত মঙ্গলবার সন্ধ্যায় ইরান, রাশিয়া ও তুরস্কের নেতারা এক ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সিরিয়াকে সাহায্য করার চেষ্টা করছে।

আবদুল্লাহিয়ান বলেন, তুরস্ক-সিরিয়া সীমান্ত নিরাপত্তা ইস্যুতে তুরস্কের উদ্বেগ সমাধানের চেষ্টা করছে ইরান, আশা করা যায় তুরস্ক ত্রিপক্ষীয় আলোচনায় প্রস্তাব বিবেচনা করবে। তা ছাড়া তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র প্রাকৃতিক সম্পদ দখল করে আঞ্চলিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যুক্তরাষ্ট্রের উচিত যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে সরে যাওয়া।

মেকদাদ বলেন, ইরান-রাশিয়া-তুরস্ক এক যৌথ বিবৃতিতে সিরিয়ার ভূখণ্ডের অখণ্ডতা ও স্বাধীনতাকে সম্মান করবে, এজন্য ইরানের চেষ্টার প্রশংসা করে সিরিয়া।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)