আজকের টপিক: সিনচিয়াংয়ের আগামীকাল আরও ভালো হবে
2022-07-21 19:45:04

জুলাই ২১: সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিং সিনচিয়াং পরিদর্শন করেন এবং সেখানকার সকল জাতিগোষ্ঠীর লোকজনের খোঁজ-খবর নেন। নতুন যুগে সিনচিয়াং প্রশাসনের জন্য পার্টির কৌশলের সম্পূর্ণ ও সঠিক বাস্তবায়নের উপর জোর দেন তিনি। তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ, সম্প্রীতিপূর্ণ, সমৃদ্ধ সিনচিয়াং গড়ে তোলা হবে; সভ্য, প্রগতিশীল, শান্তিপূর্ণ ও সুখী সিনচিয়াং গড়ে তোলা হবে। সাধারণ সম্পাদকের দিকনির্দেশনা ও আন্তরিকতায় সিনচিয়াংয়ের সকল জাতিগোষ্ঠীর কর্মী ও জনগণ অনুপ্রাণিত হয়েছেন।

সিনচিয়াং-এ ভালো কাজ করা গোটা দল ও গোটা দেশের জন্য জরুরি। চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, সাধারণ সম্পাদক সি চিন পিং সিনচিয়াংয়ের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়ে আসছেন। তিনি বরাবরই কৌশলগত ও  সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সিনচিয়াংসংশ্লিষ্ট কাজের পর্যালোচনা ও  পরিকল্পনা করে আসছেন এবং এতে সিনচিয়াং সম্পর্কের তাঁর নিজের উপলব্ধি গভীর থেকে গভীরতর হয়েছে। সাধারণ সম্পাদক সি’র  নির্দেশনা অনুসরণ করে, সিনচিয়াংয়ের সকল জাতিগোষ্ঠীর কর্মী ও জনগণ একতাবদ্ধ হয়েছে এবং কঠোর পরিশ্রম করে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। আজ সিনচিয়াংয়ে সকল জাতিগোষ্ঠীর মানুষ দৃঢ় আত্মবিশ্বাস, ঐক্যবদ্ধ শক্তি নিয়ে দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাচ্ছে এবং আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার নতুন যাত্রায় সামিল হয়েছে।

জাতিগত ঐক্য হলো সিনচিয়াংয়ের উন্নয়ন ও অগ্রগতির মৌলিক ভিত্তি। সিনচিয়াংয়ে ভালো কাজ করতে, আমাদেরকে অবশ্যই সকল জাতিগোষ্ঠীর মধ্যে মহান ঐক্য সুসংহত করতে হবে। স্থিতিশীলতা ও ঐক্য অনেক কষ্টে অর্জিত হয়, একে লালন করা উচিত। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার জন্য সিনচিয়াংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের হৃদয় জয় করা। বিভিন্ন জাতির মধ্যে বিনিময় বাড়াতে হবে, চীনা জাতির চেতনা জাগিয়ে তুলতে হবে, সকল জাতিগোষ্ঠীর জনগণকে একে অপরকে সাহায্য করতে হবে ও একসাথে বিকাশের গুরুত্ব প্রচার করতে হবে, এবং পার্টির কর্মী ও জনসাধারণের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়ন চাই, সংস্কার চাই।

সিনচিয়াংয়ের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। নতুন উন্নয়ন-ধারণা সম্পূর্ণরূপে, সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা, উচ্চ-মানের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। দারিদ্র্যবিমোচনের অর্জনগুলোকে কাজে লাগাতে হবে, গ্রামীণ পুনরুজ্জীবনের গুরুত্ব দৃঢ়ভাবে প্রচার করতে হবে, এবং আরও সমৃদ্ধ গ্রামীণ এলাকা ও সুখী গ্রামীণ জীবন সম্পর্কে প্রচার-প্রচারণা চালাতে হবে।  পাহাড়, নদী, বন, মাঠ, হ্রদ, ঘাস এবং বালির সমন্বিত সুরক্ষা এবং পদ্ধতিগত ব্যবস্থাপনা মেনে চলতে হবে; পরিবেশকে অগ্রাধিকার দিয়ে সবুজ উন্নয়ন ত্বরান্বিত করতে হবে; দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কঠিন লড়াই চালিয়ে যেতে হবে।

উন্নয়ন ও স্থিতিশীলতা, উন্নয়ন ও জনগণের জীবিকা, এবং উন্নয়ন ও জনগণের হৃদয় গভীরভাবে বোঝা প্রয়োজন। মানুষের জীবিকার সুবিধার্থে উন্নয়নের অর্জন কাজে লাগাতে হবে; মানুষের হৃদয়কে একত্রিত করতে হবে; এবং সকল জাতিগোষ্ঠীর মানুষকে আরও পরিপূর্ণ, সুখী, ও নিরাপদ করতে হবে।

সিনচিয়াংয়ের উন্নয়নের মূল চাবিকাঠি হলো এর ভৌগোলিক সুবিধাগুলোকে ব্যবহার করা। সিল্ক রোড ইকোনমিক বেল্টের মূল এলাকা হিসেবে সিনচিয়াংকে তুলে ধরতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)