তরুণ সি চিন পিং কীভাবে দুর্নীতিদমন করেন?
2022-07-21 10:07:23

দুর্নীতিদমন এবং সৎ সরকার গঠন হলো যে কোনো দেশের সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দুর্নীতিদমন যে কোনো দেশ ও পার্টির বেঁচে থাকা ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত এবং অর্থনীতির স্থিতিশীল উন্নয়নে সহায়ক। একটি দেশের কর্মকর্তাদের সততা- গোটা দেশের উন্নয়ন এবং কোটি কোটি মানুষের সুখী জীবনের সঙ্গে জড়িত।

চীন দুর্নীতির বিষয়ে ‘শূন্য সহনশীলতার’ দৃষ্টিভঙ্গি পোষণ করে। দুর্নীতিদমনের মূল সুর পরিবর্তন করে নি চীনের কমিউনিস্ট পার্টি বা সিপিসি।

 

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের ‘কঠোরভাবে সিপিসি পরিচালনা করা এবং লৌহ-কঠিনভাবে দুর্নীতির বিরোধিতা করে দেশ পরিচালনার কৌশল সাম্প্রতিক বছরগুলোতে তাকে দেশ-বিদেশে অত্যন্ত প্রশংসিত করেছে। বারবার তিনি জোর দিয়ে বলেন, ‘আপনি ২টি বিষয় একসঙ্গে হতে পারবেন না। আপনি যদি ক্যাডার হন, তাহলে ধনী হতে পারবেন না। আর আপনি যদি ধনী হন, তাহলে ক্যাডার হতে পারবে না।’ তার ‘আসল ইচ্ছা’, জনগণের মধ্যে যাওয়া এবং জনগণের প্রতি স্নেহশীল হওয়া। তাঁর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দিকে ফিরে তাকালে আমাদের অবশ্যই ১৯৮৮ সালে ফুচিয়েন প্রদেশের নিংদে প্রিফেকচার পার্টি কমিটির সম্পাদক হিসাবে তার কার্যকলাপ দেখতে হবে।