ব্রিটিশ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতায় পরমাণু বিস্তারের গুরুতর ঝুঁকি- সতর্ক করেছে চীন
2022-07-21 10:34:46

জুলাই ২১: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনা মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার উচিত আন্তর্জাতিক সমাজের উদ্বেগ বিবেচনা করে পরমাণু অবিস্তার চুক্তির দায়িত্ব পালন করা এবং তিন দেশের পারমাণবিক সাবমেরিন সহযোগিতার ভুল সিদ্ধান্তগুলো বাতিল করা।

জানা গেছে, চীনের অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ কমিটি এবং চীনের পরমাণু কৌশলগত পরিকল্পনা গবেষণাগারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতায় পারমাণবিক অস্ত্রধারী দেশ পারমাণবিক অস্ত্রমুক্ত দেশে পরমাণু অস্ত্রের কাঁচামাল হস্তান্তর করবে; এতে পরমাণু বিস্তারের তীব্র ঝুঁকি তৈরি হবে।

 

এ সম্পর্কে চীনা মুখপাত্র আরো বলেন, বিস্তারিত তথ্য ও গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন সহযোগিতা গুরুতরভাবে পরমাণু অস্ত্র অবিস্তার চুক্তি এবং আন্তর্জাতিক আণবিক সংস্থার বিধিনিয়ম লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক পরমাণু অবিস্তার ব্যবস্থার ওপর প্রচণ্ড আঘাত এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)