আকাশ ছুঁতে চাই পর্ব ৮৩
2022-07-21 20:05:59



কী রয়েছে এবারের অনুষ্ঠানে

১. ছড়াগানের ভুবনে নারী: সাক্ষাৎকার: রিফাত নিগার শাপলা

২. বিজ্ঞানে চীনের তরুণীরা :১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপ

৩. নতুন পেশায় ছিনলিং পর্বতের নারীরা

৪. সিনচিয়াংয়ের ছোট্ট মেয়ে এজিজে

 

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।

ছড়াগানের ভুবনে নারী

ছড়াগান বাংলার লোকজ ঐতিহ্য। বাংলার লোকজ ঐতিহ্য রক্ষায় নারীর রয়েছে বিশেষ ভূমিকা। ছড়াগান এবং নারীর ভূমিকা নিয়ে আজ আমরা কথা বলবো এদেশের বিশিষ্ট ছড়াকার, কবি, সাহিত্যিক এবং সংগঠক রিফাত নিগার শাপলার সঙ্গে। তার কাছে আমরা শুনবো মজার সব ছড়াগান । আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

সাক্ষাৎকার: রিফাত নিগার শাপলা বলেন শৈশবে মায়ের কাছ থেকেই বাংলার লোকজ ঐতিহ্য ছড়াগানের সঙ্গে  পরিচিতি হন। তার পরিবার ছিল সংস্কৃতিবান।

                                               


 

মা রাবেয়া সিরাজ ছিলেন লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক এবং কথাশিল্পী। বাবা ডক্টর মুহাম্মদ সিরাজউদ্দীন  ছিলেন কুমিলা শিক্ষাবোর্ড ও বাংলাদেশ স্কুল টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান এবং সংস্কৃতিমনা মানুষ। ফলে শৈশব থেকেই অনুকুল পরিবেশ পেয়েছেন শাপলা। তিনি ছোটবেলা থেকে ছাড়া লিছেন। সত্তর দশকে তার লেখালেখির জগৎ আরও প্রসারিত হতে থাকে। তিনি শিশুসাহিত্য রচনার জন্য অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমি থেকে অগ্রণী ব্যাংক শিমুসাহিত্য পুরস্কারের মতো একটি সম্মানজনক পুরস্কার তিনি অর্জন করেছেন।

রিফাত নিগার শাপলার স্বামী মুক্তিযুদ্ধ গবেষক,প্রয়াত মুক্তিযোদ্ধা কামরুল হাসান ভূঁইঁযা

মুক্তিযুদ্ধ সাহিত্যে কামরুল হাসান ভূঁইয়া ২০১৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন । সেনাবাহিনীতেও ছিলেন কামরুল হাসান। আশির দশকের শুরুর দিকে স্বামীর সঙ্গে চীনে দুই বছর ছিলেন শাপলা। তিনি সেখানে চীনের বিভিন্ন স্থাপনা দেখে মুগ্ধ হন। চীনের মানুষের সঙ্গে তার বেশ বন্ধুত্বও গড়ে ওঠে।

লেখালেখির পাশাপাশি বেশ কয়েকটি সংগঠন করেন রিফাত নিগার শাপলা। তিনি শাপলা কলির আসর নামে একটি শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা। শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ও মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনা করেন। তাদের জন্য ছড়াগান লেখেন। তিনি পেশাগত জীবনে ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক ছিলেন। নিজের লেখা ছড়াগানের মাধ্যমে তিনি শিশুদের বাংলা বর্ণমালা শিক্ষা দিয়েছেন।

ইনার হুইল নামে একটি সেবামূলক সংগঠনেরও সদস্য তিনি।

ছবি আাঁকা, রান্না করাও তার শখ। তিনি বর্তমানে নানা রকম আচার তৈরি এবং অনলাইনে ও পরিচিতজনদের মধ্যে বিক্রি করে উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন।

রিফাত নিগার শাপলা বেশ কয়েকটি ছড়াগান পরিবেশন করেন। ভবিষ্যতে ছড়াগানকে আরও জনপ্রিয় করার জন্য কাজ করে যাবেন তিনি।

 

 

বিজ্ঞানে চীনের তরুণীরা :১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপ

চীনে চিকিৎসা, শিক্ষা ও জ্যোতির্বিদ্যাসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নারী বিজ্ঞানীদের চীনা তরুণী বিজ্ঞান পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপের অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়। এ পুরস্কার তাদের পরবর্তী যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন আয়োজকরা। এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদনে।

জীবাশ্মবিদ্যা থেকে জ্যোতির্বিদ্যা, চিকিৎসা এবং কৃষি বিজ্ঞানসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সারা দেশ থেকে ২০ জন নারী বিজ্ঞানী এবং পাঁচটি দলকে সম্মাননা দেয়া হয়েছে।  গেল সপ্তাহে বেইজিংয়ে এ পুরস্কার দেয়া হয়।  চীনের ফংইউন স্যাটেলাইটের কিছু বড় উন্নতির পিছনে থাকা দলটিকেও এই পুরস্কারের আওতাভুক্ত করা হয়।

চীনের আবহাওয়া প্রশাসনের অধীনে ন্যাশনাল স্যাটেলাইট মেটিওরোলজিক্যাল সেন্টারের (এনএসএমসি) বিজ্ঞানীদের দল ছি ছোংলির নেতৃত্বে, চীনের ফংইউন  আবহাওয়া উপগ্রহগুলিকে স্কেলিং এবং অবস্থানের ক্ষেত্রে আরও বিচক্ষণ করে তুলতে অব্যাহতভাবে কাজ করছে। 

 

পরবর্তীতে এ পুরষ্কার সামনে অগ্রসর হতে উৎসাহিত করবে বলে উচ্ছাস প্রকাশ করেন তরুণ বিজ্ঞানীরা। ছি ছোংলি বলেন,‘এই স্তরে স্বীকৃতি পাওয়াটা আনন্দের বিষয়, কারণ আমরা আমাদের কাজকে পর্দার অন্তরালের এবং কম পরিচিত বলে মনে করি। আমরা কখনই এত মনোযোগ পাব বলে আশা করিনি।

আয়োজক কমিটির সদস্যরা বলছেন, খ্যাতিমান বিজ্ঞানীদের মধ্যে একটি বিশেষ মিল রয়েছে । তারা প্রত্যেকেই বিজ্ঞানের সাধনায় অনড়। 

ভাইরাল সংক্রামক রোগ নিয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান ছংছিং  মেডিকেল ইউনিভার্সিটির কলেজ অফ ল্যাবরেটরি মেডিসিনের ডেপুটি ডিন সম্মাননা প্রাপ্ত চেন চুয়ান। তিনি বলেন,

‘আমরা সবসময় বলি, পৃথিবীতে মহামারির ইতিহাস রয়েছে।  গুটিবসন্ত এবং হেপাটাইটিস বি সহ ভাইরাসের বিরুদ্ধে মানুষের যুদ্ধের ইতিহাস অনেক বড়।  ৯০ এর দশকে, চীনে ১২০ মিলিয়ন মানুষ হেপাটাইটিস বি-তে আক্রান্ত হয়েছিল ৷ বর্তমান COVID-19 ও একটি ভাইরাল সংক্রামক রোগ। যতবারই এই ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে, ততবার এটি প্রকৃতপক্ষে মানুষের জীবনধারা পরিবর্তন করে।’

এসময় চেন চুয়ান আরও বেশি লোককে মাঠে যোগ দেওয়ার এবং মানুষের কল্যাণে আরও অবদান রাখার আহ্বান জানান।

চীনে এখন বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ৪ কোটিরও বেশি নারী কাজ করছে। বিজ্ঞানে নারীদের অংশগ্রহণকে উন্নীত করার লক্ষে অল-চীন উইমেনস ফেডারেশন, চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইউনেস্কোর জাতীয় কমিশন এই অনুষ্ঠানের যৌথ আয়োজন করে। 

 

 

 

নতুন পেশায় ছিনলিং পর্বতের নারীরা

চীনের শায়ানসি প্রদেশের নারীরা হাউজ কিপিং পেশায় নতুন ক্যারিয়ার গড়ে তুলছেন। গৃহস্থালি কাজে নারীর সহজাত দক্ষতাকে কাজে লাগিয়ে রোজগারের নতুন পথ খুঁজে নিয়েছেন তারা। শুনুন প্রতিবেদনে।

 


উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশ। এখানকার ছিনলিং পর্বতমালা এলাকার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর। এই প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য চীনের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা আসেন এখানে। পর্যটকদের এই ভ্রমণ নতুন পেশায় আগ্রহী করে তুলেছে স্থানীয় অধিবাসীদের। তারা গ্রামে খুলছেন অতিথিশালা। এই প্রোগ্রামের একটি ব্র্যান্ড হলো বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এই প্রোগ্রামে গেস্ট হাউজগুলোর জন্য হাউসকিপিংয়ের কাজ শিখছেন নারীরা। রান্না, বিছানা করা, ঘর পরিস্কার ইত্যাদি গতানুগতিক গৃহস্থালি কাজের পাশাপাশি কফি মেশিন ব্যবহার করে কফি বানানো, কম্পিউটার ব্যবহার, সুগন্ধি মোমবাতি তৈরি, রিসেপশনে গ্রাহকদের প্রশ্নের জবাব প্রমিতভাষায় সুন্দর উচ্চারণে দেয়া এবং একটু আধটু ইংরেজি শেখা সবই হাউস কিপিং কাজের আওতায় পড়ে।

এমনি একজন নারী চিয়ানহোং। বেড অ্যান্ড ব্রেকফাস্ট বা বি অ্যান্ড বি হাউসকিপারের কাজ করছেন তিনি ২০২০ সাল থেকে। লিউ বলেন,  ‘সিয়ান শহরে আমি অনেক বছর কাজ করেছি। কিন্তু কফির কাপে কিভাবে নকশা করতে হয় সেটা জানতাম না। এখন প্রতিদিন আমি ২০ কাপের বেশি নকশা করা কফি বানাতে পারি।

 লিউবা কাউন্টির গ্রামবাসী নারীরা বিঅ্যান্ড বি হাউসকিপিং কাজ শিখে নিজের গ্রামে বসেই চাকরি করতে পারছেন।

অনেকে হাউস কিপিং শিখে  নিজের বাড়িটাকে রেস্ট হাউস বানিয়ে ভালো আয় করছেন। দেড় মাসের কোর্স করে লিউ এর সঙ্গে  ১২ থেকে ২০ জন নারী নিজেদের নতুন পেশায় প্রতিষ্ঠিত করেছেন। এরা প্রত্যেকে মাসে চার হাজার ইউয়ানের বেশি বাড়তি রোজগার করছেন।

লিউবা কাউন্টিতে তিন বছরে ১০০ হাউসকিপার বিঅ্যান্ডবি প্রশিক্ষণ নিয়েছে। চল্লিশোর্ধ অনেক নারী এই প্রশিক্ষণ নিয়ে নতুন পেশায় এগিয়ে আসছেন।

রান্নাসহ গৃহস্থালি কাজে নারীদের সহজাত দক্ষতা এবং বি অ্যান্ড বি প্রশিক্ষণ গ্রহণ করে নারীরা পেশাগত উন্নতি করছেন।

সিনচিয়াংয়ের ছোট্ট মেয়ে এজিজে

চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ের জীবনে লেগেছে নতুন প্রাণের ছোঁয়া। বিশেষ করে মেয়েশিশুরা এখন আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় শিক্ষাগ্রহণ করছে। তাদের জীবনের লক্ষ্যও গতানুগতিক ধারার নয়। তারা এখন নভোচারী, বিজ্ঞানী বা শিল্পী হওয়ার স্বপ্ন দেখে। সিনচিয়াংয়ের নতুন যুগের এমনি এক শিশুর কথা শুনবো প্রতিবেদনে।

উরুমছি শহরের নয় বছরের মুসলিম মেয়ে এজিজে। উরুমছির ১২ নম্বর প্রাইমারি স্কুলে পড়ে এজিজে।  বাবা মা ছোট ভাইকে নিয়ে সুখের জীবন এজিজের। এজিজে বলে, ‘মা আমার লেখাপড়ায় খুব মনোযোগ দেন স্কুলের হোমওয়ার্ক বাড়িতে ভালোভাবে শিখতে মা তাকে সাহায্য করেন। পিয়ানো বাজানো শেখা এবং বিশেষ ইংরেজি ক্লাসেও অংশ নিচ্ছে এজিজে।

তার বাড়িতে রয়েছে নানা রকম খেলনা। ছোটভাইকে নিয়ে এজিজে অবসর সময়ে মেতে ওঠে খেলাধুলায়। এজিজের মা একজন কর্মজীবী নারী। তবে সন্ধ্যায় তিনি মেয়েকে নিয়ে যান পিয়ানো শেখার ক্লাসে। এজিজের ছোটভাইও বোনের পাশে বসে পিয়ানো শেখার চেষ্টা করে। বাড়িতে ফিরেও চলে প্র্যাকটিস।

স্কুলে লাঞ্চের ব্যবস্থা রয়েছে। এজন্য এজিজের পরিবারকে কোন অর্থব্যয় করতে হয় না। সিনচিয়াংয়ের স্কুলশিশুরা তাদের মধ্যাহ্নভোজ পায় স্কুল থেকেই।

এজিজের মতো নতুন যুগের শিশুরা বড় হচ্ছে নতুন, উন্নত জীবনের স্বপ্ন চোখে নিয়ে।

 

আজ আর কথা নয়, আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

বিজ্ঞানে চীনের তরুণীরা :১৭ তম চাইনিজ ইয়াং উইমেন ইন সায়েন্স ফেলোশিপ, প্রতিবেদন রওজায়ে জাবিদা ঐশী

নতুন পেশায় ছিনলিং পর্বতের নারীরা এবং  সিনচিয়াংয়ের ছোট্ট মেয়ে এজিজে: প্রতিবেদন শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী শান্তা মারিয়া