‘চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা’ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের জন্য সুযোগ তৈরি করেছে
2022-07-21 13:18:54

জুলাই ২১: দ্বিতীয় চীন আন্তর্জাতিক ভোগ্যপণ্য মেলা ২৫ থেকে ৩০ জুলাই চীনের হাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত হবে। প্রথম ভোগ্যপণ্য মেলার তুলনায় এবারের মেলার আয়তন, অংশগ্রহণকারী ব্র্যান্ড উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এবারের ভোগ্যপণ্যমেলাকে বিভিন্ন দেশের বাণিজ্য সম্প্রসারণ, সহযোগিতা জোরদার এবং উন্নয়ন বাড়ানোর গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত করা হবে। চীন বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে চীনা বাজারের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে স্বাগত জানায়। যাতে বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে নতুন শক্তি যুক্ত হয়।

 

জানা গেছে, এবারের ভোগ্যপণ্য মেলার আয়তন ১ লাখ বর্গমিটার। যা প্রথমবার মেলার চেয়ে ২০ হাজার বর্গমিটার বেশি। এর মধ্যে আন্তর্জাতিক প্রদর্শনী এলাকার আয়তন ৮০ হাজার বর্গমিটার। মোট ৬১টি দেশ ও অঞ্চলের ১৬০০টিরও বেশি ব্র্যান্ড এতে অংশ নেবে। ফ্রান্স এবার মেলার অতিথি দেশ। চীনের প্রদর্শনী এলাকার আয়তন ২০ হাজার বর্গমিটার। অংশগ্রহণকারী ব্র্যান্ডের সংখ্যা ১২০০টিরও বেশি। এর মধ্যে নতুন প্রতিষ্ঠিত দেশীয় শ্রেষ্ঠ পণ্য প্যাভিলিয়নের আয়তন ৫ হাজার বর্গমিটার।

চীনের উপ বাণিজ্যমন্ত্রী শেং ছিউ পিং গতকাল (বুধবার) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, বর্তমানে চীনের ভোগ বাজার পুনরুদ্ধার এবং প্রবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। চীনের ভোগ বাজারের দীর্ঘস্থায়ী স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নের প্রবণতার পরিবর্তন হয় নি। এমন মেলার মাধ্যমে শ্রেষ্ঠ মানের পণ্য ভোক্তাদের সামনে হাজির করা হবে; এতে কার্যকরভাবে ভোগ্যপণ্যের সরবরাহ, ভোগের আস্থা বৃদ্ধিতে ভূমিকা পালন করবে।

উপ মন্ত্রী শেং বলেন,

এবারের ভোগ্যপণ্য মেলায় দেশ বিদেশের ২৮০০টিরও বেশি ব্র্যান্ড অংশ নেবে। যা বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে চীনা বাজারে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছে। সেই সঙ্গে চীন ও বিভিন্ন দেশের শ্রেষ্ঠ ভোগ্যপণ্য বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করার জন্য সুযোগ এনে দিয়েছে। যা দেশ-বিদেশের বাজারকে সংযুক্ত করা, পণ্য ও সেবাসহ বিভিন্ন সম্পদের যুক্তিগত বিন্যাস এবং উন্নয়নের নতুন কাঠামো গড়ে তোলার জন্য সহায়ক।

হাইনান প্রদেশের ভাইস গভর্নর নি ছিয়াং সাংবাদিক সম্মেলনে বলেন, গত বছরের ভোগ্যপণ্য মেলার তুলনায় চলতি বছরের মেলার তিনটি বৈশিষ্ট্য আছে।

তিনি বলেন,

প্রথমত, আরও বেশি শ্রেষ্ঠ মানের ভোগ্যপণ্যের ওপর নজর রাখতে হচ্ছে। বিভিন্ন খাতে বিশ্বের সেরা ব্র্যান্ড এতে অংশ নিচ্ছে। দ্বিতীয়ত, অনেক নতুন ভোগ্যপণ্য এই প্রথমবারের মতো বাজারে আসে। ২ শতাধিক ব্র্যান্ড এবারের মেলায় ৬ শতাধিক নতুন পণ্য প্রকাশ করবে। তৃতীয়ত, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য অনুযায়ী, প্রধানত দেশ বিদেশের বিখ্যাত প্রতিষ্ঠান, আন্তঃদেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানকে মেলায় আসার আমন্ত্রণ জানানো হবে। ক্রয়কারী প্রতিষ্ঠান এবং পেশাদার দর্শকের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে চীনের ভোগ্যপণ্য আমদানি ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ভোগ্যপণ্যের আমদানির পরিমাণ ১.৭৩ ট্রিলিয়ন ইউয়ান। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯.৯ শতাংশ বেশি এবং দেশের আমদানির পরিমাণের ১০ শতাংশ। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার পরিচালনা ও ভোগ জোরদার বিভাগের প্রধান সুই সিং ফেং সাংবাদিক সম্মেলনে বলেন, চীন শ্রেষ্ঠ ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে সক্রিয় ব্যবস্থা নিয়েছে, যাতে লোকজনের ভোগ্যের চাহিদা মেটাতে পারে।

সুই সিং ফেং আরো বলেন, চলতি বছর সংশ্লিষ্ট বিভাগ আন্তঃদেশীয় ই-কমার্স খুচরা বিক্রির আমদানি পণ্যের তালিকাকে আরো সুসংহত করছে। যাতে ভোক্তাদের বিভিন্ন চাহিদা মেটানো যায়।  

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)