পেলোসি তাইওয়ান সফরে এলে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখাবে: চীনা মুখপাত্র
2022-07-21 19:02:01


জুলাই ২১: মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এলে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখাবে। আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

তিনি বলেন, চীন বরাবরই স্পিকার পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা করে আসছে। কারণ, মার্কিন কংগ্রেস সেদেশের সরকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচিত নিজের প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলা।  

মুখপাত্র বলেন, পেলোসি তাইওয়ান সফরে এলে ‘এক-চীন নীতি’ এবং ‘তিনটি চীন-মার্কিন যৌথ ঘোষণা’ গুরুতরভাবে লঙ্ঘিত হবে। তা ছাড়া, তেমন ধারা সফর হবে চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সরাসরি হস্তক্ষেপ। এ ধরনের সফর ‘তাইওয়ানের স্বাধীনতাকামী’ বিচ্ছিন্নতাবাদী শক্তির কাছে একটি ভুল সংকেত পাঠাবে।  (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)