চলতি বছরের প্রথমার্ধে বাণিজ্য-ঘাটতিতে জাপানের রেকর্ড সৃষ্টি
2022-07-21 18:41:28


জুলাই ২১: জাপানের অর্থ মন্ত্রণালয়ের আজ (বৃহস্পতিবার) প্রকাশিত বাণিজ্যিক পরিসংখ্যান অনুসারে, অপরিশোধিত তেলের মতো আমদানিপণ্যের দাম বৃদ্ধি ও ইয়েনের অবমূল্যায়নের কারণে, চলতি বছরের প্রথমার্ধে জাপানের বাণিজ্য-ঘাটতি ৭.৯২ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড।

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে জাপানের আমদানি ব্যয় ৩৭.৯ শতাংশ বেড়ে ৫৩.৮৬  ট্রিলিয়ন ইয়েনে এবং রফতানি আয় ১৫.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫.৯৪  ট্রিলিয়ন ইয়েনে পৌঁছায়। (ওয়াং হাইমান/আলিম/ইয়াং)