ভারতীয় বিমানবাহী রণতরী বিক্রমাদিত্যে আগুন
2022-07-21 17:35:25

জুলাই ২১: ভারতীয় বিমানবাহী রণতরী "বিক্রমাদিত্য" গত ২০শে জুলাই সন্ধ্যায় দক্ষিণ ভারতের কর্ণাটকের গারওয়ার ঘাঁটির কাছে অগ্নিকাণ্ডের শিকার হয়।

ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি সামুদ্রিক পরীক্ষা চালানোর সময় রণতরীটিতে আগুন ধরে যায়। তবে, ক্রুরা দ্রুত অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

"বিক্রমাদিত্য" হলো ভারতের একমাত্র সক্রিয় বিমানবাহী রণতরী। এটি সোভিয়েত ইউনিয়নের "মার্শাল গোর্শকভ" রণতরীর রূপান্তরিত রূপ। রাশিয়া ২০১৩ সালের নভেম্বরে ভারতকে সরবরাহ করে।  

এর আগে, ২০১৯ সালের এপ্রিল মাসে রণতরীটি একবার অগ্নিকাণ্ডের শিকার হয়। তখন একজন নৌ-কর্মকর্তা নিহত হয়েছিলেন।  (ইয়াং/আলিম/হাইমান)