কুও ছাই চিয়ে
2022-07-21 09:57:33

 

আজকের অনুষ্ঠানে চীনের তাইওয়ানের একজন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রীর সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম কুও ছাই চিয়ে। তিনি মিষ্টি ও শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। তার গান সবসময় মানুষকে শক্তি দেয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন কুও ছাই চিয়ের একটি সুন্দর গান ‘আমার ভবিষ্যত’।গান ১

 

কুও ছাই চিয়ে ১৯৮৬ সালে চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলে পড়ার সময়ে তিনি সংগীত পছন্দ করতেন এবং নিজে গিটার বাজানো শিখেন। সময় পেলে তিনি বিভিন্ন বারে পারফর্ম করেন। বিশ্ববিদ্যালয়ে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। এই প্রতিযোগিতার মাধ্যমে তাইওয়ানের একজন বিখ্যাত প্রযোজক তাকে পেশাদার গায়িকা হওয়ার প্রস্তাব দেন। এভাবেই কুও ছাই চিয়ে তার সংগীত কোম্পানিতে যোগ দিয়ে পেশাদার গায়িকা হন।গান ২

 

দেড় বছর প্রস্তুতির পর ২০০৭ সালে কুও ছাই চিয়ে তার প্রথম অ্যালবাম ‘অদৃশ্য সুপারম্যান’ প্রকাশ করেন। এতে তিনি নিজে গান রচনার করার চেষ্টা করেছেন। অ্যালবামের গানগুলো থেকে এক তরুণ মেয়ের জীবনশক্তি, উত্সাহ ও সাহস প্রতিফলিত হয়েছে। অ্যালবাম প্রকাশের পরই বেশ জনপ্রিয় হয়। কুও ছাই চিয়ের নাম মানুষের কাছে পরিচিত হয়। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে কুও ছাই চিয়ের একটি জনপ্রিয় গান ‘অদৃশ্য সুপারম্যান’।গান ৩

 

প্রথম অ্যালবাম প্রকাশের পর কুও ছাই চিয়ে টিভি নাটক ও অভিনয় করা শুরু করেন। ২০০৮ সালে তিনি টিভি নাটক ‘উডি পাওশান মেয়ে’ অভিনয় করেন। টিভি নাটকটি তাওয়ানে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তিনি এজন্য সেই বছরের জনপ্রিয় নতুন অভিনেত্রীর পুরস্কার পান। পরের বছর তিনি টিভি নাটক ‘সেই বছরের সুন্দর সময়ে’ অভিনয় করেন এবং বার্ষিক শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। এর জন্য কুও ছাই চিয়ে আরো বেশি পরিচিত হন। বন্ধুরা, এখন শুনুন কুও ছাই চিয়ের একটি সুন্দর গান ‘আবার পূর্ণিমা’।গান ৪

 

২০০৯ সালে কুও ছাই চিয়ে তার দ্বিতীয় অ্যালবাম ‘ভালোবাসা ও কল্পনা’ প্রকাশ করেন। অ্যালবামে মেয়ের দৃষ্টিকোণ থেকে প্রেমের বিভিন্ন ধরনের অনুভূতি তুলে ধরেন তিনি। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামে কুও ছাই চিয়ের খুব জনপ্রিয় একটি গান ‘তুমি আছে, তুমি নেই’। গানে প্রেম থেকে বিচ্যুত হওয়ার পর দুঃখের মন প্রকাশিত হয়। কুও ছাই চিয়ের আবেগপূর্ণ কণ্ঠে গাওয়া গানটি বেশ মনোমুগ্ধকর। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘তুমি আছে, তুমি নেই’ শুনুন।গান ৫

 

২০১৩ সালে কুও ছাই চিয়ে একটি জনপ্রিয় চলচ্চিত্র ‘টাইনি টাইমস’-এ অভিনয় করেন। এতে তিনি একজন শহরের স্বাধীন নারীর চরিত্রে অভিনয় করেছেন এবং অনেক প্রশংসা পেয়েছেন। এরপর তার চলচ্চিত্র বা গানে স্বাধীনতার ধারণা ছিল গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আশা করেন এর মাধ্যমে আরো বেশি মেয়েকে সাহস ও উত্সাহ দেবেন। বন্ধুরা, এবার আমরা শুনবো কুও চাই চিয়ে ও গায়িকা আসির গাওয়া একটি সুন্দর গান ‘বিশ্বের অন্য আমি’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা কুও ছাই চিয়ের আরেকটি সুন্দর গান ‘বিদায় বলো না’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।