আফ্রিকা-চীন সম্পর্ক এ যুগের দৃষ্টান্ত: আফ্রিকান ইউনিয়ন
2022-07-21 10:33:58

জুলাই ২১: গতকাল (বুধবার) আফ্রিকান ইউনিয়নের কমিটির চেয়ারম্যান মুসা ফকি মুহাম্মদ বলেছেন, আফ্রিকান ইউনিয়ন এবং আফ্রিকান দেশগুলোর চীনের সঙ্গে সম্পর্ক এ যুগের দৃষ্টান্ত।

এদিন ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নে নিযুক্ত নতুন চীনা রাষ্ট্রদূত হু ছাং ছুনের নিয়োগপত্র গ্রহণের সময় তিনি এ কথা বলেছেন। আফ্রিকা ও চীনের ঐতিহ্যিক মৈত্রী এবং আফ্রিকান ইউনিয়ন ও চীনের বাস্তব সহযোগিতার সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন ফকি। চীনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক ফোরামের ‘ডাকার অধিবেশন’ ও ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের সফল বাস্তবায়নে চেষ্টা করে আফ্রিকান ইউনিয়ন, যাতে আফ্রিকা ও চীনা জনগণের আরও বেশি কল্যাণ হয়।

 

চীনা রাষ্ট্রদূত হু ছাং ছুন বলেন, আফ্রিকার একীকরণ, যৌথভাবে মহামারী প্রতিরোধ এবং আঞ্চলিক ইস্যুর মধ্যস্থতায় আফ্রিকান ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দু’পক্ষের কৌশলগত আস্থা এবং বাস্তব সহযোগিতার গভীরতর করার চেষ্টা করবে বেইজিং; যাতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সামনে এগিয়ে নেওয়া যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)