জিনশা নদীর উপরে প্রথম জলবিদ্যুত কেন্দ্র চালু
2022-07-20 19:34:23

জুলাই ২০: গতকাল (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায়, জিনশা নদীর উপরে প্রথম জলবিদ্যুত কেন্দ্র, সুওয়ালং জলবিদ্যুত কেন্দ্রের প্রথম ইউনিট আনুষ্ঠানিকভাবে চালু হয়।

সুওয়ালং হাইড্রোপাওয়ার স্টেশনটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মাংকাং জেলা এবং সিচুয়ান প্রদেশের বাথাং জেলার সংযোগস্থলে জিনশা নদীর মূল স্রোতে অবস্থিত। এই পাওয়ার স্টেশনটি ২০১৫ সালের নভেম্বরে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন থেকে অনুমোদিত হয়, ২০১৭ সালের নভেম্বরে নদীটি বন্ধ করে দেওয়া হয় এবং ২০২১ সালের জানুয়ারিতে জলের গেটটি বন্ধ করে দেওয়া হয়।

পাওয়ার স্টেশনটি সম্পূর্ণরূপে সম্পন্ন হওয়া এবং চালু হওয়ার পরে, প্রতিবছরে ১৮ লাখ টন স্ট্যান্ডার্ড কয়লা সংরক্ষণ করা সম্ভব হবে এবং প্রতিবছর ৪৩ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমবে। (ইয়াং/আলিম/হাইমান)