চীন দৃঢ়ভাবে উচ্চ স্তরের উন্মুক্তকরণ আরও গভীর করবে: লি খ্য ছিয়াং
2022-07-20 14:00:42

জুলাই ২০: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (মঙ্গলবার) বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল শিল্পপ্রতিষ্ঠানের এক বিশেষ ভিডিও সংলাপে বলেন, চীনের অর্থনীতি বিশ্বের সাথে গভীরভাবে সংযুক্ত হয়েছে এবং বিশ্বমুখী উন্মুক্তকরণ হলো চীনের মৌলিক নীতি। চীন দৃঢ়ভাবে উচ্চ স্তরের উন্মুক্তকরণ আরও গভীর করবে।

 

লি বলেন, চীনের উন্নয়ন বিশ্বের অবিচ্ছেদ্য অংশ এবং বিশ্বের উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চীনের বাজারও বিশ্বের বাজার। আমরা উন্নত দেশ ও উন্নয়নশীল দেশগুলিকে আরও সার্বিকভাবে উন্মুক্ত হবে, যৌথভাবে বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করা হবে, অবাধ বাণিজ্য ও ন্যায্য বাণিজ্য এগিয়ে নিয়ে যাবে। আমাদের উচিত বাণিজ্য উন্নয়নে মতৈক্য পৌঁছানো এবং মতভেদ দূর করা, শিল্প চেইন ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)