‘নড়াইলের ঘটনায় সবাইকে শনাক্ত করে ধরা হয়েছে’
2022-07-20 19:32:50

ঢাকা, জুলাই ২০: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা নড়াইলে ধর্ম অবমাননা ও হামলা-ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী। তিনি বলেন, যারা যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের প্রত্যেককে শনাক্ত করে ধরা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ছেলের ফেসবুকের পোস্ট দেখে আবেগের বশবর্তী হয়ে নড়াইলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়। বাংলাদেশে সব ধর্মের প্রাধান্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে মিলিয়ে বাংলাদেশ। জাতি হিসেবেও এদেশের মানুষ অত্যন্ত ইমোশনাল।

এর আগে ১৫ জুলাই নড়াইলের লোহাগড়া উপজেলায় ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মিম/ সাজিদ