উ ওয়েই শানের ভাস্কর্য "জিয়ানজেন ব্রোঞ্জ মূর্তি" জাপানের টোকিওতে উন্মোচিত
2022-07-20 19:26:23

জুলাই ২০: আজ (বুধবার) জাপানের টোকিওর উয়েনো এনসি পার্কে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর ও চীনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামের পরিচালক উ ওয়েই শানের তৈরি ভাস্কর্য "জিয়ানজেন ব্রোঞ্জ মূর্তি" উন্মোচিত হয়।

"জিয়ানজেন ব্রোঞ্জ মূর্তি"-র উচ্চতা ২.৫ মিটার এবং ভিত্তিসহ এর মোট উচ্চতা ২.৮ মিটার। এ মূর্তি থাং রাজবংশের একজন চীনা বিশিষ্ট সন্ন্যাসী জিয়ানজেন-এর। তিনি ছয় বার জাপান ভ্রমণ করেছিলেন।

জাপানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত খুং সিউয়ান ইয়ৌ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে বলেন, মাস্টার জিয়ানজেন চীন-জাপান সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসে একজন পথপ্রদর্শক ও চীন-জাপান বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের দীর্ঘ ইতিহাসের প্রতীক। তার মূর্তি উয়েনো পার্কে উন্মোচিত হওয়া অত্যন্ত তাত্পর্যপূর্ণ।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে তাঁর বক্তৃতায় বলেন, মাস্টার জিয়ানজেন জাপান ভ্রমণে এসেছিলেন অনেক কষ্ট করে। তাঁর ভ্রমণ জাপানি সংস্কৃতিতে ব্যাপক প্রভাব ফেলেছিল।

অনুষ্ঠানে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিঙ্গো মিয়াকে তার বক্তৃতায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক আদান-প্রদান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। (ইয়াং/আলিম/হাইমান)