সিরিয়া নিয়ে তেহরানে ইরান, রাশিয়া ও তুরস্কের নেতৃবৃন্দের ত্রিপক্ষীয় আলোচনা
2022-07-20 19:22:25

জুলাই ২০: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় তেহরানে এক ত্রিপক্ষীয় আলোচনায় মিলিত হন। এসময় তাঁরা সিরিয়া সমস্যা সমাধানের বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকের পরে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়। বিবৃতিতে তিন নেতা সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ ও টেকসই নিষ্পত্তিতে আসতানা প্রক্রিয়ার নেতৃস্থানীয় ভূমিকার ওপর জোর দেন; সিরিয়ার সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য ও অখণ্ডতা এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন; সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসাথে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন; এবং সিরিয়ার সংঘাত সামরিক পদ্ধতিতে সমাধান করা যাবে না বলে জোরালো মত প্রকাশ করেন।

বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইব্রাহিম রাইসি বলেন, ইরান সিরিয়াকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে এবং সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের দাবি করে জাবে। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা সিরিয়ার জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে, তাদের স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত করছে।

এসময় পুতিন বলেন, সিরিয়ানদের হাতে তাদের দেশের ভাগ্য ঠিক করার অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

আর এরদোয়ান বলেন, তুরস্ক "সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং আশা করি, রাশিয়া ও ইরান এই লড়াইয়ে তুরস্কের পাশে থাকবে"।

(ইয়াং/আলিম/হাইমান)